• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুদকের মামলায় ২৭ বছরপর খাদ্য কর্মকর্তার কারাদণ্ড

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ২০:৫০, ১৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দুদকের মামলায় ২৭ বছরপর খাদ্য কর্মকর্তার কারাদণ্ড

দীর্ঘ ২৭ বছরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নীলফামারীর সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল মতিনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রংপুরের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আব্দুল মতিন উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জেলার কিশোরগঞ্জ খাদ্য গুদামে কমর্রত থাকাকালে আব্দুল মতিন দুই দফায় দুই লাখ ৪১ হাজার টাকা ও ১৩ লাখ টাকার গম গুদাম থেকে কালোবাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক আইনে ১৯৯৫ সালে তার বিরুদ্ধে দুটি মামলা করে বিরুদ্ধে চার্জশিট দেয়।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হারুন-উর-রশীদ জানিয়েছেন, দুই মামলার মধ্যে একটির বাদী ছিলেন কিশোরগঞ্জ খাদ্য গুদাম নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ এবং অপর মামলার বাদী ছিলেন তৎকালীন দুদকের পরিদর্শক আব্দুস সবুর। দুদক মামলাটি সাক্ষ্য ও দুর্নীতির বিষয়টি সন্দেহাতীভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2