• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষক হৃদয় মন্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ পাওয়া যায়নি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শিক্ষক হৃদয় মন্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ পাওয়া যায়নি

শিক্ষক হৃদয় মণ্ডল-ফাইল ছবি

সদ্য কারামুক্ত বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ পাওয়া যায়নি।   মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে তা উল্লেখ করা হয। তদন্ত কমিটির একমাত্র সদস্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার তার চার পৃষ্ঠার লিখিত প্রতিবেদনে তা উল্লেখ করেন। তিনি আজ বিকেলে শিক্ষা অধিদপ্তরে এই তদন্ত প্রতিবেদন জমা দেন বলে জানাযায। 
  
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ২২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আসাদ বাদী হয়ে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু করে।

এতে পরদিন ২৩ মার্চ শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে মুন্সীগঞ্জ আমলি আদালতে প্রেরণ করা হয়। এরপর গত ১০ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ ও দায়িত্বপ্রাপ্ত বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়ার আদালতে জামিন শুনানি শেষে গ্রেপ্তােরের ১৯ দিনের মাথায় জামিন পেয়ে কারামুক্ত হন শিক্ষক হৃদয় মণ্ডল।

বিভি/এইচএল/এইচএস

মন্তব্য করুন: