• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১২:৩৭, ১৮ জুন ২০২২

আপডেট: ১৩:৫৭, ১৮ জুন ২০২২

ফন্ট সাইজ
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটটিতে দেওয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬৯৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৫৭ জন।

এ ছাড়া ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা রয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার কাউন্সিলের ওয়েবসাইটের এই লিংকে আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল দেখা যাবে।

বিভি/এনএ

মন্তব্য করুন: