• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:১৩, ২৭ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ চেষ্টা মামলায় শরৎ তঞ্চঙ্গ্যা (সুমন) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। এই রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।

বিচারক এ ই এম ইসমাইল হোসেন তার রায়ে আদেশে বলেন, ‘আসামি শরৎ তঞ্চঙ্গ্যা ওরফে সুরন তঞ্চঙ্গ্যা, পিতা নোয়াধন তঞ্চঙ্গ্যা, মাতা ইন্দ্রমালা তঞ্চঙ্গ্যা, সাং- সাপছড়ি উত্তরপাড়া, ইউনিয়ন কাপ্তাই, ২০২১ সালের ১২ এপ্রিল প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ওঁৎ পেতে থেকে ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির সময় ভিকটিম হাতে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়।’

এ সময় স্বাক্ষী পুলবি তঞ্চঙ্গ্যা ও ভদ্রপটি তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল দিয়ে বাড়ি ফিরছিলৈন। পথে ভিকটিমের ব্যাগ ও ছাতা দেখতে পান তারা। এ সময় ভিকটিমের চিৎকারও শুনতে পান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামি দৌড়ে পালিয়ে যায়।’

১৩ এপ্রিল ২০২১ থানায় এজাহার দায়ের করলে মামলা চলমান হয়। পরবর্তীতে স্বাক্ষী পর্যালোচনায় এবং ট্রাইবুনালের সুচিন্তিত সিদ্ধান্ত এই যে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো এবং উক্ত অপরাধের দায়ে তাকে ১০ (দশ) বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার দণ্ড ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2