• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাপানি দুই শিশু মায়ের জিম্মায় থাকবে: পারিবারিক আদালতের রায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
জাপানি দুই শিশু মায়ের জিম্মায় থাকবে: পারিবারিক আদালতের রায়

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মায়ের জিম্মায় থাকবেন।  একই সঙ্গে মেয়েদের নিয়ে জাপান যেতে পারবেন তাদের মা। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন।

এর আগে ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছিলেন একই আদালত। এরই ধারাবাহিকতায় আজ রায় দেয়া হলো। তারও আগে ১৫ জানুয়ারি তাদের বক্তব্য শুনে তা রেকর্ড করেন আদালত।

২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর ছোট মেয়ে থেকে যান জাপানে মা এরিকোর সঙ্গে।

তবে ওই দুই মেয়েকে জিম্মায় পেতে মহামারির মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী।  তিনি হাইকোর্টে রিট করলে নানান চড়াই উতরাই এর পর আজ এই রায় হয় জাপানি মায়ের পক্ষে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: