ধারের টাকা চাওয়ায় গৃহবধূকে হত্যা

বগুড়ায় ধার দেয়া ১০ হাজার টাকা চাওয়ায় গৃহবধূ তাসলিমা আক্তারকে হাতুড়ি দিয়ে হত্যা করেছে প্রতিবেশি ইজিবাইক চালক শাকিব উদ্দিন।
চাঞ্চল্যকর এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন ও আসামি ইজিবাইক চালক শাকিব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এদিকে, চাকরি দেয়ার কথা বলে পাঁচ জনের কাছ থেকে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নড়াইলে একজনকে আটক করেছে পুলিশ। আটক এস এম রায়হান আলী ওরফে শওকত হোসেনের বাড়ি যশোরের খড়কি এলাকায়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার সাদিরা খাতুন।
বিভি/রিসি
মন্তব্য করুন: