গাজীপুরের যাত্রীবাহী বাসে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলগামী বাস ছিল সেটি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী বাসটি যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বাসের আগুন লাগলে ভিতরে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে চলে যায়।
পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে নাওজোর হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: