• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নবাবগঞ্জে গাজাসহ নারী গ্রেফতার

বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ৯ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নবাবগঞ্জে গাজাসহ নারী গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দশ কেজি ১০০ গ্রাম গাজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত নারীর নাম নুরভানু বেগম (৪৫)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতনি  গ্রামের রেজাউল করিমরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতনি গ্রামে তার নিজ বাড়িতে তল্লাশি চালায়। এতে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নুরভানু বেগম নামের এক মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, আটককৃত হেলেনার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আটক নুরভানু বেগমকে গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2