• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

রেস্টুরেন্ট ও কনফেকশনারিতে কুকুর মাংস সরবরাহ, গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪, ১৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রেস্টুরেন্ট ও কনফেকশনারিতে কুকুর মাংস সরবরাহ, গ্রেফতার ৪

খুলনার খালিশপুরে গরু ও খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করার দায়ে তিন কিশোরসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় জবাই করা একটি কুকুর জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রাণি সংরক্ষণ আইনে মামলা হয়েছে। ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে ক্রয় করা কুকুরের মাংস নগরীর বিরিয়ানি ও বার্গারে ব্যবহার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে নগরীর খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পরিত্যক্ত একটি ভবন থেকে জবাই করা কুকুর চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিলে স্থানীয় এলাকাবাসী তাদেরকে হাতেনাতে ধরে। 

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। এ সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে স্থানীয় এলাকাবাসী ভিড় করে। ক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন।

এ সময় তারা স্বীকার করে, ১০ কেজি খাসির মাংসের অর্ডার থাকায় তারা কুকুরটি জবাই করেছিল। পরিত্যক্ত ভবনে অসংখ্য কুকুরের মাথা ও হাড় পাওয়া গেছে। তারা আরো জানায়, প্রতি কেজি কুকুরের মাংস ৪০০ থেকে ৫০০ টাকা দরে খাসি ও গরুর মাংস বলে নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ও কনফেকশনারী দোকানে বিক্রি করে আসছে তারা। যা দিয়ে নগরী বিভিন্ন দোকানে কম দামে বিরিয়ানি ও বার্গারে ব্যবহার করা হয়। বিশেষ করে খালিশপুরে ৩০ টাকা দরে বিরিয়ানিতে এই কুকুরের মাংস দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে।

বিভি/এপি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2