• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক তিন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক তিন

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অভিযোগে তিনজনকে আটক  করা হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় জন সদস্য এ অভিযান পরিচালনা করেন। আটকৃতরা ব্যক্তিরা হলেন সোহেল,কাঞ্চন ও রুবেল। তিনজনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার বললাম ঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।
 
রংপুর দুদক কার্যালয়ে সহকারি পরিচালক হোসাইন শরীফ  জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বললে কি করলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পান। এছাড়াও ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় কালে তিন দালালকে টাকাসহ হাতেনাতে আটক করেন তারা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2