• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যশোরে ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান খুন

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
যশোরে ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান খুন

যশোরে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান আলী (৩২) খুন হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত শুক্রবার (৯ মার্চ) রাতে শহরের রেলগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে।

রমজান আলী রেলগেট এলাকার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। নিহত রমজানের শাশুড়ি বাসনা বেগম জানান, রমজান অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ওষুধ ও তরমুজ কিনে বাড়ি ফেরেন। এরপর রাত সোয়া দশটার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। নিজ বাড়ির অদূরে গলির মধ্যে ফেলে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৭/৮ জন। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, "নিহত রমজান যশোরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় সে নিহত হয়েছে। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।"

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2