• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

টেকনাফে অপহরণ আতঙ্ক, নিরাপত্তাহীনতায় বসবাসকারীরা

প্রকাশিত: ১০:২০, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১০:২০, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
টেকনাফে অপহরণ আতঙ্ক, নিরাপত্তাহীনতায় বসবাসকারীরা

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে গেলো ২৪ ঘণ্টায় চার কিশোরসহ সাতজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকালে সবজি ক্ষেতে কাজ করতে যাওয়া পাঁচজন এবং মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং খারাংখালি কম্বনিয়া পাড়া পাহাড় থেকে দু'জনকে অপহরণ করা হয়।

এ নিয়ে গত ২৭ দিনে মোট ২৭ জন অপহরণের শিকার হলো। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিদিনের মতো বুধবার বিকালে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে পাঁচ শ্রমিক অপহরণের শিকার হন। তাদের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানান তিনি। 

অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে কৃষক, শ্রমিকসহ পাহাড়ে বসবাসকারীদের। এদিকে মুক্তিপণে ছাড়া পেয়েছেন দশ যুবক।

বিভি/রিসি

মন্তব্য করুন: