• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিবেশী দুই বোনকে নির্যাতন করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৫:০৯, ২০ মে ২০২৪

ফন্ট সাইজ
প্রতিবেশী দুই বোনকে নির্যাতন করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আহত জমজ বোন ও বহিষ্কৃত পায়েল (ইনসেটে)।

প্রতিবেশী জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন করার অভিযোগে আলিফ ইয়ামান পায়েল নামে এক তরুণ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পায়েল পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন।

গতকাল রবিবার (১৯ মে) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের তথ্য পাওয়া গেছে। এর আগে গত শুক্রবার (১৭ মে) চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশী জমজ বোন মিমিয়া ও লামিয়াকে রড হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে  পায়েল ও তার বাবা-মা।

কেন্দ্রীয় ছাত্রলীগের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে পায়েলের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজও। তিনি জানান, পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

অপরদিকে পায়েলের নির্যাতনে গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের বাবা বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় পায়েল ও বাবা-মাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করলেও পায়েল ও তার মা এখনও পলাতক আছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2