• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নৌকা থেকে পাওয়া ব্যাগে মিললো কোটি টাকার হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২০ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
নৌকা থেকে পাওয়া ব্যাগে মিললো কোটি টাকার হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই মাদক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‌্যাব-৫।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মৃত নসিমুদ্দিনের ছেলে রুস্তম আলীর ধানী জমির পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে এক ব্যক্তি নৌকা থেকে একটি ব্যাগ নেয়ার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার ১ কেজি ১ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও উদ্ধারকৃত মাদক জিডি মূলে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2