• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকারী সন্দেহে যুবদল কর্মীকে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকারী সন্দেহে যুবদল কর্মীকে হত্যা

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ঘাতক সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে যুবদলের কর্মীকে।সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে নিজ অফিসে মিজানকে হত্যা করা হয়। 

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লেদো নামের এক যুবককে হাসপাতালে গণপিটুনি দেয়া হয়। রাতে  দুর্বৃত্তরা মিজানকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক সন্দেহে রাতেই গোকুল এলাকায় স্থানীয় লোকজন যুবদল কর্মী লেদোকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে বিক্ষুব্ধ জনতা ফের গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে। ঘটনার সংবাদ সংগ্রহের সময় আহত হন কয়েকজন সাংবাদিক। 

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে মিজানকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগেও হত্যার উদ্দেশে তার ওপর হামলা হয়। হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ। 

বিভি/এজেড

মন্তব্য করুন: