• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মেসের ছাদ থেকে হাত-পা বেঁধে কলেজ শিক্ষার্থীকে ফেলে দিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
মেসের ছাদ থেকে হাত-পা বেঁধে কলেজ শিক্ষার্থীকে ফেলে দিয়ে হত্যা

কুষ্টিয়া শহরের ৪নং পৌর ওয়ার্ড কোর্টপাড়ার একটি ছাত্র মেসে দড়ি দিয়ে হাত/পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেচিয়ে বেধরক মারপিট করে চারতলার ছাদ থেকে ফেলে রুবেল (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। 

স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারীর সামনে লাল মিয়ার চারতলা বাসার ছাদ থেকে কে বা কাহারা কলেজ ছাত্র রুবেলকে দড়ি দিয়ে হাত/পা বেঁধে ও মুখ গামছা দিয়ে পেচিয়ে মারধর করে নিচে ফেলে দেয়।

কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে রাজশাহী যাওয়ার পথের মধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থী এবং ঐ চারতলা বাসার তিনতলার মেসে থাকতো।

ম্যাসের পরিচালক আনিসুর রহমান জানান, বিকেল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখা গেছে। সন্ধার পরে আমরা এক সাথে মেস খরচের হিসাবে বসেছিলাম। রাত সাড়ে ১০টার দিকে কক্ষ থেকে চিৎকার শুনে নিচে নেমে দেখি মুমূর্ষ অবস্থায় রুবেল পড়ে আছে। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে ঐ ম্যাসের অভ্যন্তরীন কোন বিষয়ে দ্বন্দের কারনে রুবেলকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিঞ্জাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে  পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত রুবেলের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2