ভারতের পাচারের সময় আটক প্রায় ৬ কোটি টাকার সোনা
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪৬ টি সোনার বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা বিওপির রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় রায়গ্রামের মাঠ থেকে আব্দুল কাদের মোল্লা ও দুলাল নামের ২ জনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ কেজি ৪শ ৭৮ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার ২১০ টাকা।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করলে আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার রায়গ্রামে।
বিভি/এজেড
মন্তব্য করুন: