• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হারানো ৮৯টি ফোন ও বিকাশ-নগদের টাকা উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ২৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
হারানো ৮৯টি ফোন ও বিকাশ-নগদের টাকা উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

সাতক্ষীরায় ৮৯ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৮১ হাজার টাকাও মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে। 

সোমবার সাতক্ষীরা পুলিশ লাইন্স এর ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামানসহ অন্যান্যরা। 

পুলিশ সুপার মনিরুল ইসলাম এসময় বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত মোট ১ হাজার ৩৪০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৬লক্ষ ৬৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2