• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পৃথক অভিযানে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৬, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পৃথক অভিযানে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিবিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের বাকলিয়ার সাকিব হত্যা মামলার পলাতক আসামি মো: রাহিমকে মহানগরীর বাকলিয়ার লতিফের হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ হাসানকে মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে র‍্যাব-৭। 

শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার দস্যুতা মামলার আসামি শাহ জালালকে চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী থেকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল এই আসামি।

র‍্যাব-৭ এর পৃথক আরেকটি অভিযানে গ্রেফতার হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ধর্ষণ মামলার আসামি মোঃ তাওহিদুল ইসলাম। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানাধীন লেমুয়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৭।  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2