• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জমিতে গাছ লাগানো নিয়ে চাচাতো ভাইকে খুন 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ জুন ২০২৫

ফন্ট সাইজ
জমিতে গাছ লাগানো নিয়ে চাচাতো ভাইকে খুন 

নিহত রফিকুল ইসলাম রজব

টাঙ্গাইলের মির্জাপুরের বাশতৈল ইউনিয়নের হরিদ্রা চালা এলাকায় জমিতে গাছ লাগানোর ঘটনা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে সখিপুর উপজেলার হরিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন সখিপুর উপজেলার রফিকুল ইসলাম রজব। 

নিহতর ভাই শামসুল আলম বলেন, সকালে আমার ভাইয়ের সাথে আমার চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর চাচাতো ভাইয়ের স্ত্রী ও তার লোকজন এসে আমার ভাইয়ের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এসময় আমি বাধা দিতে গেলে আমাকেও হামলা করে। আহত অবস্থায় আমার ভাইকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমি আমার ভাইয়ের হত্যা কারীদের উপযুক্ত বিচার দাবী করছি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম বলেন,হত্যার বিষয়ে জানার সাথে সাথে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2