• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্ব, দেবরের হাতে প্রাণ গেল ভাবির

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ২০ জুন ২০২৫

ফন্ট সাইজ
কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্ব, দেবরের হাতে প্রাণ গেল ভাবির

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সোভা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত দেবর রাকিব।

আজ (২০ জুন) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

সোভা বেগম হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে এবং ঘিওরের সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম রাকিব (২৮)। তিনি নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে এবং সালাম মিয়ার ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশের দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সোভার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2