• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্মাণাধীন মসলা মিলের ভেতরে পড়েছিল ছোট্ট আবীরের মরদেহ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ২৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
নির্মাণাধীন মসলা মিলের ভেতরে পড়েছিল ছোট্ট আবীরের মরদেহ

নিহত শিশু মিনহাজ হোসেন আবীর

নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় নির্মানাধীন একটি মসলা মিলের ভিতর থেকে আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

শিশু মিনহাজ হোসেন আবীর (০৯) উপজেলার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের ছেলে। 

শিশুটির পিতা মিলন হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে স্যামস্যাং ব্যান্ডের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে বের হয়ে ঘুরতে যায় আবির। সন্ধ্যায় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। এসময় বাড়ি থেকে সামান্য দূরে মসলা মিলের জমি সংলগ্ন বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পার্শে তার সাইকেল পড়ে থাকতে দেখি। পরে মিলের নির্মানাধীন প্রাচীরের ভিতরে পালা করে রাখা ভূট্টা গাছের মধ্যে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি উদ্ধারসহ জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2