• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

রাবিপ্রবিতে নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি, ধরা পড়লো সিসিটিভিতে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ২৭ জুন ২০২৫

আপডেট: ১৩:১৩, ২৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
রাবিপ্রবিতে নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি, ধরা পড়লো সিসিটিভিতে

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মান কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০.৪৫ মিনিটে রাবিপ্রবির  ক্যাম্পাসের ভিতরে ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল প্রবেশ করে ঠিকাদার প্রতিষ্ঠনের সদস্যদে কাজ না করা হুমকি ও চাঁদা দাবি করেন। 

রাবিপ্রবির সিসি টিভির ফুটেজে দেখা যায় ক্যাম্পাসে  ডুকে সেখানকার শ্রমিকদের  হুমকি প্রদশর্ন করে তাদের হাতের ফোন নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।  

ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মীর হোসেন জানান, চাঁদা না দেওয়া পর্যন্ত  কাজ বন্ধ রাখতে বলে। চাঁদা না দিয়ে কাজ করলে  তাদের ক্ষতি হবে বলে হুমকি দেয় শ্রমিকদের এবং তাদের হাতে থাকা মোবাইল ফোনগুলো তারা নিয়ে যায়। কিন্তু তারা কোনো গ্রুপ কিংবা দলের সশস্ত্র সন্ত্রাসী তা নির্ণয় করতে পারেননি বলে জানান তিনি। তবে তা মূল ঠিকাদার বলতে পারবেন বলে জানা যায়। 

এই বিষয়ে রাবিপ্রবি কর্তৃপক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি এখনো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2