চট্টগ্রামে জোড়া খুন মামলার আসামি গ্রেফতার

জোড়া খুন মামলার অন্যতম আসামি খোরশেদ
চট্টগ্রাম জেলার রাউজানের শীর্ষ সন্ত্রাসী ও বাকলিয়া জোড়া খুন মামলার অন্যতম আসামি খোরশেদকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাউজান থানাধীন উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত পহেলা এপ্রিল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারে গুলি করে জোড়া খুন মামলার অন্যতম আসামি এ খোরশেদ। এছাড়া তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি খোরশেদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: