• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

তালা ও গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল বন্দুক-কার্তুজ ও নগদ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২৮ জুন ২০২৫

আপডেট: ২০:১২, ২৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
তালা ও গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেল বন্দুক-কার্তুজ ও নগদ টাকা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার (২৮ জুন) ভোরের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। চোরেরা এসময় বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার তালার হ্যাজবোল্ট কেটে ভিতরে ঢুকে বাড়ির মালিকের লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। 

আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইমা খাতুন সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে শনিবার ভোর রাতের কোন এক সময় চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবোল্ড  কেটে ভেতরে ঢোকে। চোরেরা এসময় ঘরের আলমারিতে রক্ষিত আমার বাবার লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দিয়েছি। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় বাড়ি মালিকের ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলার কপি জমা দিয়েছেন। যা রেকর্ড করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2