ট্রাকে করে এলো ডাকাতদল, মালিককে কুপিয়ে নিয়ে গেল চার গরু

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে মহর উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ডাকাত সদস্যরা তাঁর বাড়ি থেকে লুট করে নিয়ে গেছে চারটি গরু।
আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে ঢাকার সাভারে একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার দিবাগত রাতে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
নিহত মহর উদ্দিন উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
সিঙ্গাইর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাকযোগে ১০ থেকে ১২ জনের এক দল ডাকাত তালেবপুর গ্রামে মহর উদ্দিনের বাড়ি হানা দেয়। এরপর ডাকাত সদস্যরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করার সময় বাড়ি ও গরুর মালিক মহর উদ্দিন বাধা দেন। এ সময় ডাকাত সদস্যরা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর ট্রাকযোগে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা।
পরে গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে মহর উদ্দিনের মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্তু কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ডাকাতির ঘটনানায় এখন পর্যন্ত ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, বাড়ি থেকে গরু চুরি করে যাওয়ার সময় বাড়ির মালিক দেখে ফেলেন। এ সময় হামলায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: