সালিশ চলাকালেই মাতুব্বরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে সালিশি মীমাংসার আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে হামলা চালিয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ পদবিশ্বাস বলেন, একজন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং মুখের আঘাত করা হয়েছে এবং মাথার মধ্যে রক্ত ক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বর্তমান মরদেহটি অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “সালিশি বৈঠক নিয়ে একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় বাদি হয়ে এখনো অভিযোগ দেওয়া হয়নি। এলাকার হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: