গুইমারায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের হাতে ত্রিপুরা সম্প্রদায়ের ৪ কৃষক অপহৃত
নিষেধাজ্ঞা অমান্য করায় খাগড়াছড়ি গুইমারায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের ৪ ত্রিপুরা সম্প্রদায়ের ৪ কৃষক অপহৃত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাজারে যাওয়ার পথে গুইমারা উপজেলার যৌথখামার নামক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হচ্ছেন, তৈকাথাং-এর বাসিন্দা ভারত কুমার ত্রিপুরা, দলদলি এলাকার বাসিন্দা প্রীতি কুমার ত্রিপুরা,নোয়াপাড়ার বাসিন্দা সোনানন্দ ত্রিপুরা ও একই এলাকার বাসিন্দা মোহন ত্রিপুরা।
জানা গেছে, মঙ্গলবার গুইমারা বাজারের সাপ্তাহিক হাটের দিন। ইউপিডিএফ প্রসীত গ্রুপের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন যাবৎ বাজারে যেতে না পারায় স্থানীয় পাহাড়িরা পারিবারিক অভাব অনটনে দিন পার করছিল। অভাবের সংসারের যোগান দিতেই আজ সাপ্তাহিক হাটের দিন নিজেদের জুমে উৎপাদিত মুখিকচু নিয়ে চার ত্রিপুরা বিক্রির জন্য রওনা হলে পথে অপহরণের শিকার হয় তারা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, বাজারে যাওয়া নিয়ে গতকাল সোমবার স্থানীয়দের সাথে ইউপিডিএফ’র ঝামেলা হচ্ছে বলে শুনেছি। অপহরণের বিষয়টি অবগত হয়েছি তবে এখনো আমরা লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আমরা আইনী তৎপরতা চলাবো।
উল্লেখ, ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলার রামসু বাজার এলাকার সহিংসতাকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসীত গ্রুপ গুইমারা সাপ্তাহিক হাট-বাজার বয়কট করে।
বিভি/এজেড




মন্তব্য করুন: