পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজারে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ ঘোষ নামে এক যুবক খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামি সানী ও তার ভাই ইউসুফ এবং ফয়সাল নামে আরেক যুবক।
শুক্রবার রাতে প্রধান আসামী সানীকে চন্দনাইশের রওশনহাট ও বাকী দুইজনকে রেয়াজুদ্দীন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে নগরীর চান্দগাওয়ে র্যাব-৭ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে লে.কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, মাসখানেক আগে সানী তার মোবাইল ফোন সার্ভিসিং করায় মোবাইল মেকানিক আকাশ ঘোষের কাছে। এসময় আকাশ সার্ভিসিং বাবদ দেড় হাজার টাকা দাবী করলে তিনশত টাকা পরিশোধ করে বাকী টাকা পরে দেয়ার কথা জানায়। কিন্তু পরবর্তীতেও বারবার তাগাদা দেয়া স্বত্বেও সে টাকা পরিশোধ করেনি সানী।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় মোবাইল সার্ভিসিং এর টাকা দেয়ার কথা বলে মোবাইল মেকানিক আকাশ ঘোষকে ডেকে নিয়ে যায় সানী। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সানী ও তার সাথে থাকা কয়েক যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: