• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

চরমপন্থী নেতার মাথায় একাধিক গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চরমপন্থী নেতার মাথায় একাধিক গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক চরমপন্থী নেতা খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। 

নিহত রানা প্রতাপ যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার একটি মাছের বরফ তৈরির কারখানা রয়েছে। এলাকায় তিনি চরমপন্থী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করায় তিনি মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় সাধারণ মানুষের মাঝে 'আতংক' ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলযোগে এসে রানা প্রতাপের মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দেয়া খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে রানার মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2