• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপককে অপহরণ করে হত্যা

প্রকাশিত: ১৬:২২, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ২২:৪৭, ১৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপককে অপহরণ করে হত্যা

অধ্যাপক সাইদা খালেক। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসন প্রকল্প এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক ঢাকার সাভারে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া সংবাদ মাধ্যমকে বলেন, সাভারে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিলো। শ্রমিকরা বাড়ি নির্মাণের জন্য কিছু দাবি করছিলো তাঁর কাছে। তাদের সংগে হয়তো সাইদা খালেক-এর মনোমানিল্য হয়েছিলো। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে।

বিভি/এএন

মন্তব্য করুন: