• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পুকুর কাটতে পুকুর চুরি (ভিডিও)

জুয়েল আহমেদ

প্রকাশিত: ১৬:৪০, ২৯ জুন ২০২২

আপডেট: ১৭:৪১, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ

পুকুর কাটতে পুকুর চুরির অভিযোগ উঠেছে উত্তরের তিন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে। ২৯ টি পুকুর খননে নাম মাত্র কাজ করে আত্মসাত করা হয়েছে লাখ লাখ টাকা। প্রকল্পের উদ্দেশ্যও জানে না এলাকাবাসি। 

চকচক করছে গাইবন্ধা জেলা পরিষদের নয়া পুকুরের প্রবেশদ্বার। ভেতরটা ফাঁপা, ঘাসে বেঁধে দেয়া হয়েছে পাড়।

গ্রামীণ মানুষকে পরিশোধিত পানি সরবরাহে রেইন ওয়াটার হার্বেস্টিং এর মাধ্যমে গাইবন্ধা জেলা পরিষদের পরিত্যক্ত ২৬টি পুকুর খননের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২০-২১ ও ২২ অর্থ বছরে দেড় কোটি টাকা ব্যয়ে তিন বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ করে এক বছরেই। যেনতেনভাবে কাজ করায় এসব প্রকল্পের কোনো সুফল পায়নি স্থানীয়রা। 

এনিয়ে বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে পুকুর চুরির নানা অনিয়মের চিত্র। দিনভর ঘুরেও উপজেলার গবিন্দগঞ্জের প্রত্যন্ত এলাকায় খুঁজে পাওয়া যায়নি পরিপাটি করে সাজানো গেট সম্বলিত পুকুর। সামান্য মাটি কেটে পাড় বেঁধে রূপ দেয়া হয়েছে পুকুরের। আর বিশুদ্ধ পানির টাঙ্কি পড়ে আছে খালি।

প্রকল্পের বিষয়ে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

লালমনিরহাট, রংপুরে এখনও বাস্তবায়ন হয়নি পুকুরের পাড় বাঁধা, কাটা তাঁরের বেড়া, নাম ফলক, ওয়ার্কওয়ে তৈরিসহ বৃক্ষ রোপনের কাজ। যদিও এ কাজের সময়সীমা ৩০ জুন।

বিভি/রিসি

মন্তব্য করুন: