ওয়াজ মাহফিল শুনতে যাওয়া কিশোরীর সর্বনাশ করলো ৩ যুবক

প্রতীকী ছবি
বান্ধবীদের সঙ্গে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সম্ভ্রম হারিয়েছেন এক মাদরাসাছাত্রী (১৪)। ফেরার পথে ৩ যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী। এ ঘটনায় মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোণার কলমাকান্দায় গত ২৯ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটলেও মামলা হয়েছে গত মঙ্গলবার (১০ জানুয়ারি)। বুধবার (১১ জানুয়ারি) কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৩ যুবকের নামে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন, লিমন মিয়া ওরফে বাব্বা, রুবেল মিয়া ও শাহ আলম মিয়া।
এ ঘটনায় শাহ আলম মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলম উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মৃত মো. সাহেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাদরাসাছাত্রী গত ২৯ ডিসেম্বর রাতে উপজেলার খারনৈ গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে পাশে খালার বাড়িতে খাবার খেতে যায়। সেখান থেকে একই এলাকার লিমন মিয়া ওরফে বাব্বা ও রুবেল মিয়া তাকে মুখ চেপে পাশের খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় পাশ দিয়ে যাওয়া শাহ আলম মিয়ার কাছে বাঁচার আকুতি জানালে তিনিও ওই ছাত্রীকে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়।
ঘটনার ঘণ্টাখানেক পর খোঁজাখুঁজি করে ওই ছাত্রীকে খেত থেকে উদ্ধার করা হয়। লজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও ১০ জানুয়ারি রাতে ছাত্রীর বড় বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) জানান, গ্রেফতারকৃত শাহ আলমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: