• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

অবশেষে ধরা ২৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী রূপা

প্রকাশিত: ২২:৪১, ১৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
অবশেষে ধরা ২৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী রূপা

২৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী খ্যাত রূপা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারীর ডোমারে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে এই কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে ডোমার থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি-ডোমার) যৌথ অভিযানে রূপা বেগম ধরা পড়েন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের জেল ও ১শ’ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

রূপা বেগম ডোমার থানাধীন ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ৫ ইয়াবা এবং ৮ পুরিয়া গাঁজা তার থেকে উদ্ধার করা হয়।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী রূপার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2