• NEWS PORTAL

  • সোমবার, ২০ মার্চ ২০২৩

রাজধানীতে মাদকসহ ৫০ জন আটক 

প্রকাশিত: ১৪:৩৪, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীতে মাদকসহ ৫০ জন আটক 

প্রতীকী ছবি

ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানান, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে, ২৮১ বোতল ফেন্সিডিল ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১ হাজার ৪০৮ পিস ইয়াবা ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট থানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

বিভি/এসকে/টিটি

মন্তব্য করুন: