খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস আলম

বেগম খালেদা জিয়া ও সারজিস আলম।
উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পুরো রাজধানীজুড়ে নেতা-কর্মীদের ঢল নেমেছে রাস্তায়। শুভেচ্ছা, অভ্যর্থনা জানাতে ভোর থেকেই বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত দাঁড়িয়ে আছেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এবার খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সারজিস লিখেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম।
তিনি আরও লিখেছেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
এরপর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এই ছাত্রনেতা।
উল্লেখ্য, গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেন বেগম জিয়া। পরে আজ ভোরে কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন এবং সকাল ১০টার পর অবতরণ করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: