• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে পুলিশ অ্যাকশনে যাবে’

প্রকাশিত: ১২:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে পুলিশ অ্যাকশনে যাবে’

শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে পুলিশ অ্যাকশনে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে। জানিয়েছেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। 

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি। 
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলেও জানান বিজিএমএই সভাপতি। তিনি বলেন, গত কয়েকদিন শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে যায়নি। তবে এখন আর সে সুযোগ নেই। পোশাক খাতের স্বার্থে পরিবেশ শান্ত করতেই হবে। 

কারখানা পর্যায়ে ভীতি কমছে জানিয়ে বিজিএমইএ সভাপতি জানান, প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে।    

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2