• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাত থেকেই উদ্যোক্তাদের টাকা ফেরতের কার্যক্রম শুরু: নাসিমা আক্তার নিশা

প্রকাশিত: ২২:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ

রাত থেকেই উদ্যোক্তাদের সামিটের রেজিষ্ট্রেশনের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন “উইমেন অ্যান্ড ই-কমার্স  ট্রাস্ট- উই” এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার  নিশা। তিনি বলেন, আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দশ উদ্যোক্তাকে টাকা ফেরত দিয়ে টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে।

নাসিমা বলেন, পরবর্তী উই সামিটের জন্য আর্লি-বার্ড ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন বাবদ ২০ লাখ টাকা জমা হয়েছে। এসব টাকা পর্যায়ক্রমে ২০ তারিখের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই নারী উদ্যোক্তাদের সংগঠন “উইমেন অ্যান্ড ই-কমার্স  ট্রাস্ট- উই” এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ ট্রেনিং, ওযেবসাইট তৈরি এবং সাবসক্রিপশন সহ বিভিন্ন কারনে তাদের কাছে থেকে টাকা নেওয়া হয়েছে। অনেকেই নিজেদের ফেসবুকে পেইজে লাইভে এসব বিষয় নিয়ে ফলাও করে কথা বলছেন। 

অনেকের অভিযোগ, “মাস্টার ক্লাস” সিরিজটি LICT এবং ICT-র সহযোগিতায় পরিচালিত হয়েছে। এর ব্যানারে ছিল “Supported by ICT, HI-TECH PARK”। আমরা LICT, ICT ব্যানারে “মাস্টার ক্লাস” সিরিজ-১ (১২টি ক্লাস), সিরিজ-২ (১২টি ক্লাস), এবং অ্যাডভান্স সিরিজ (১২টি ক্লাস) করেছি। এরপর, ক্ষুদ্র উদ্যোক্তাদের থেকে প্রতিটি ক্লাসের জন্য টাকা নেওয়া হয়।

বিষয়টি নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাভিশন ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2