ছোলা ও চিনির দামে স্বস্তি, সংকট কাটেনি ভোজ্যতেলের
রমজানের নিত্যপণ্য ছোলা ও চিনিতে আগেই মিলছে স্বস্তি। গত সপ্তাহ থেকে ১৫-২০ টাকা কমেছে পণ্য দুটির দাম। তবে, এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি ভোজ্যতেল। বেড়েছে মাছ-মুরগির দাম। লেবু ছাড়া অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে।
সপ্তাহখানেক পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রমজান। রমজানের ইফতারের প্রয়োজনীয় আইটেম ছোলা ও শরবতের চিনি। প্রতিবার রোজা শুরুর আগেই এসব পণ্যের দাম বাড়লেও এবার চিত্র ভিন্ন। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ছোলা ১০৫ টাকা কেজি এবং ১০ থেকে ১৫ টাকা কেজি কমে চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। স্বস্তির কথা জানান ক্রেতারাও।
তবে মাছের বাজার কিছুটা গরম। কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দর। রমজানে সহনীয় রাখার জোড় দাবি ক্রেতাদের। ২০ টাকা বেড়ে ব্রয়লার ২০০ টাকা কেজি এবং ২০ টাকা কমে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে।
সবজির বাজারে এখনো চড়া লেবুর দাম। মানভেদে ৪০ থেকে ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে পণ্যটি। তবে সরবরাহ স্বাভাবিক থকায় এখনো ২৫-৩০ টাকা দরেই বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতারা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের চাল।
বিভি/এসজি




মন্তব্য করুন: