• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘যুক্তরাজ্যে সম্পদ জব্দ প্রমাণ করে, অর্থ পাচার দাবির যথার্থতা আছে’

প্রকাশিত: ১৯:১৯, ১৫ জুন ২০২৫

আপডেট: ১৯:২০, ১৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
‘যুক্তরাজ্যে সম্পদ জব্দ প্রমাণ করে, অর্থ পাচার দাবির যথার্থতা আছে’

ছবি: আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ প্রমাণ করে, অর্থ পাচারের দাবির যথার্থতা আছে। 

রবিবার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

গভর্নর জানান, পাচারকৃত অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে ক, সেই সিদ্ধান্ত নেবে সরকার। নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে।

সম্প্রতি বেক্সিমকো গোষ্ঠীর শায়ান ও শাহরিয়ার রহমানের ৯ কোটি এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১০ থেকে ১৩ জুন লন্ডন সফর করেন। প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলের সদস্য হিসেবে তাঁর এই সফর হলেও, এ সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলাদাভাবে বেশ কয়েকটি বৈঠক করেন।

১১ জুন গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের অ্যাসেট রিকভারি টাস্কফোর্স এবং আইএসিসির মধ্যে চলমান সহযোগিতার প্রশংসা করেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2