• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জুলাই-আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে: জ্বালানী উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৫৬, ২১ জুন ২০২৫

ফন্ট সাইজ
জুলাই-আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে: জ্বালানী উপদেষ্টা

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান (ফাইল ছবি)

আগামী জুলাই-আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (২১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত 'বাজেট বিতর্ক: প্রসঙ্গ-অনুষঙ্গ' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অর্থনীতি একটা খাদের মধ্যে ছিলো, সেখান থেকে একটা ট্র্যাকের মধ্যে আনার বাজেট দেয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে। এখন থেকে আলোচনার মাধ্যমে নয়  জ্বালানী খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে।

দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করেন জ্বালানী উপদেষ্টা।

এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করবে বলে প্রত্যাশা তার। সামাজিক শৃঙ্খলা ছাড়া কোন ব্যবসায়ী বিনিয়োগ করবেন না বলেও মনে করেন তিনি। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2