• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মোংলা বন্দরে বেড়েছে গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রফতানি   

প্রকাশিত: ১৫:১৮, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মোংলা বন্দরে বেড়েছে গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রফতানি   

ফাইল ছবি

গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রফতানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। দেশের আমদানি করা গাড়ীর ৫৫ ভাগ এ বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউজের। অন্যদিকে, বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্রগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের। 

২০০৯ সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। মাত্র কয়েক বছরে এখন দেশের ৫৫ ভাগ গাড়ি খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। ২০০৯-১০ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ৪৩৪ টি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে। আর চলতি অর্থ বছরের তিন মাসে এসেছে ২ হাজার ৫৪৩টি গাড়ি। বন্দরের ট্রাফিক বিভাগ বলছে, দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মোংলা বন্দরের।

এই বন্দর দিয়ে গামেন্টস পণ্য রফতানি শুরু হয় ২০২২-২৩ অর্থ বছরে। এরই মধ্যে ৪ বছরে ১০ হাজার ১৪৭ মেট্রিক টন তৈরি পোশাক রফতানি হয়েছে। বন্দরের উপ-পরিচালক বলছেন, দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরে ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম। আপাতত চার্জ বাড়ানোর কোন পরিকল্পনা নেই।

মোংলা কাষ্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারেন ব্যবসায়ীরা। দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেওয়া হচ্ছে তাদের।

যেহেতু এ বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে। তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মোংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের। 

মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: