হঠাৎ বাড়লো পেঁয়াজের দাম
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেছে কিছুটা। সবজি, মাছ-মাংস ও চালের বাজারে স্থিতিশীলতা এলেও পেঁয়াজের দাম নিয়ে অস্বস্তি বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দাম আরো বাড়তে পারে-এমনই ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ানবাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার ভিড়। কিছুটা স্বস্তির ছাপ অনেকের মুখেই। মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে, তাই কমেছে অনেক সবজির দাম। শিম, বেগুন, মিষ্টি কুমড়া, আলুর দাম স্থিতিশীল হলেও ফুলকপি, বাধাকপিসহ অন্য সবজির দাম ওঠানামা করছে।
মাছ-মাংসের দামও আপাতদৃষ্টিতে স্থিতিশীল। রুই মাছ, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে আগের দামের কাছাকাছি। গরুর মাংস আর মুরগির বাজারেও তেমন পরিবর্তন নেই। ডিম ১২০-১২৫ টাকা ডজন, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিতে ১৭০ টাকায়। গেলো সপ্তাহের রেটেই বিক্রি হচ্ছে চাল।
তবে স্বস্তির এই বাজারে হঠাৎ অস্বস্তির কারণ পেঁয়াজের উর্ধ্বমুখী। খুচরায় রকমভেদে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
আমদানির পাশাপাশি মনিটরিং জোরদার করে পেঁয়াজের লাগাম টেনে ধরতে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ সাধারণ মানুষের।
বিভি/এসজি




মন্তব্য করুন: