• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

জেনে নিন আজকের স্বর্ণের দাম 

প্রকাশিত: ১৬:০৩, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জেনে নিন আজকের স্বর্ণের দাম 

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। তবে কোনো পরিবর্তন আনা হয়নি রুপার দামে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

এর আগে সর্বশেষ ১০ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিলো ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ মাত্র একদিন পরই আবারও ভরিতে ৪,১৮৮ টাকা বৃদ্ধি পেলো এই মূল্যবান ধাতু।

এ নিয়ে চলতি বছর ৭৫তমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ৫২ বার দাম বেড়েছে, আর ২৩ বার কমেছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিলো, যার মধ্যে ৩৫ বার বেড়েছিলো এবং ২৭ বার কমানো হয়েছিলো।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে— এর মধ্যে ৬ বার বেড়েছে ও ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিলো মাত্র ৩ বার।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2