• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ২২:৫৭, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দেবে কেন্দ্রীয় ব্যাংক

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার তহবিলের ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়। এর মধ্যে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যের শতভাগ সিএমএসএমই ঋণ বিতরণ করেছে সেসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দেওয়া হবে। এর মধ্যে ব্যাংক ১৩টি ও আর্থিক প্রতিষ্ঠান চারটি। এগুলো হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ণ ও ব্র্যাক ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স।

উল্লেখ্য, এই তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে চার শতাংশ। বাকি পাঁচ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের এমডিদের হাতে সনদ তুলে দেওয়া হবে।

 

বিভি/এইচএস/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2