• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ত্রুটি, লেনদেনে ধীরগতি

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৩৫, ৩০ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ত্রুটি, লেনদেনে ধীরগতি

বাংলাভিশন ডিজিটাল

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক লেনদেন সংক্রান্ত ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ড্যাশবোর্ডে’ ত্রুটি দেখা দিয়েছে। ড্যাশবোর্ডের হার্ডওয়্যারে সমস্যা হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের গতি হারিয়েছে।

প্রকৌশলীরা হার্ডওয়্যার পরিবর্তনের পাশাপাশি সমস্যা সমাধানে কাজ করছেন বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাংক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ড্যাশবোর্ডে সমস্যা হচ্ছিলো। তবে গত সপ্তাহের শেষের দিকে তা প্রায় অচল হয়ে পড়ে। ফলে ব্যাংকগুলো তথ্য জমা দিতে সমস্যায় পড়ে। আমদানি-রফতানি কার্যক্রমে ধীরগতি চলে আসে। কেননা ড্যাশবোর্ডের তথ্যের ওপর ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পণ্য ছাড় করে। এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রকৌশলীরা ড্যাশবোর্ডের সমস্যা সমাধানে কাজ করছেন। আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: