• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ইভ্যালির পাওনাদারদের টাকা পরিশোধের নতুন ঘোষণা 

প্রকাশিত: ১৮:০২, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ইভ্যালির পাওনাদারদের টাকা পরিশোধের নতুন ঘোষণা 

গ্রাহকদের অর্ডার ডেলিভারি, গেটওয়েতে আটকে থাকা টাকা এবং দেনা পরিশোধ সংক্রান্ত তথ্য জানাতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শত কোটি টাকা দেনার দায়ে বন্ধ হয়ে যায় এ ই-কমার্স প্রতিষ্ঠান।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৮ মিনিটে প্রতিষ্ঠানটির ফেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

ঘোষণায় বলা হয়, 'প্রিয় গ্রাহক এবং মার্চেন্ট, পূর্বের অর্ডার ডেলিভারি, গেটওয়ের টাকা এবং দেনা পরিশোধ সংক্রান্ত সকল আপডেট নিয়ে খুব শিগগিরই একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।'

এর আগে গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার মা ও বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন। 

২২ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। সেই অনুযায়ী, ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে ইভ্যালির দায়িত্ব নেন। এরপরই বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে নতুন করে আবারও চালু হয় ইভ্যালির ফেসবুক পেজ।

তবে তার আগে গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2