• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সংকটের অজুহাতে আদা-রসুন চড়া, শীতেও উত্তাপ ছড়াচ্ছে সবজি

মামুন আব্দুল্লাহ

প্রকাশিত: ১৩:২১, ২০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সংকটের অজুহাতে আদা-রসুন চড়া, শীতেও উত্তাপ ছড়াচ্ছে সবজি

ফাইল ছবি

ডলার ও এলসি সংকটের অজুহাতে আরেক দফা বেড়েছে আদা ও রসুনের দাম। কেজিতে ৫০ থেকে দেড়শ টাকা পর্যন্ত বেড়েছে এসব পণ্যের দাম। ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম কম থাকার কথা থাকলেও স্বস্তির খবর নেই সেখানেও। শুক্রবার (২০ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র।

সরবরাহের অজুহাতে দাম বাড়ার কথা বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন বাজার ঠিকই আছে।  ২০ থেকে ৪০ টাকা বেড়েছে সবধরনের মুরগির দাম। ইলিশের দাম কমলেও, উর্ধ্বমুখী দেশি মাছের দর। 

টালমাটাল বৈশ্বিক অর্থনীতির প্রভাব দেশের বাজারেও। হু হু করে দাম বাড়ছে আমদানি করা পণ্যের। গেল এক সপ্তাহের ব্যবধানে ১২০ টাকার  আদা ১৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। ১২০ টাকার  রসুন ৬০ টাকা বেরে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যার প্রভাব পড়েছে দেশি পণ্যেও।

মাছের বাজারে ছোট ও বড় মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বেশিরভাগ মাছ কিনতে ক্রেতাদের গেল সপ্তাহ থেকে  ৫০ থেকে ৬০ টাকা বেশি গুনতে হচ্ছে। তবে চাহিদা কম থাকায় ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত।

পুষ্টির চাহিদা মেটাতে নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা ছিলো মুরগি। দাম বেড়েছে সেখানেও। ২০ থেকে ৪০ টাকা বেশি দিয়েই কিনতে হবে ব্রয়লার ও সোনালি মুরগি। 

মুদি বাজারে আগের দামেই ৫ লিটার সয়াবিন তেল ৯০০ টাকা থাকলেও বাড়তি দাম দিয়ে কিনতে হবে ডাল ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2