• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এসবিএসি ব্যাংকের ইসির ব্যাংক হিসাব তলব

প্রকাশিত: ১৩:২৯, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এসবিএসি ব্যাংকের ইসির ব্যাংক হিসাব তলব

বেসরকা‌রি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান মোহাম্মদ নাওয়াজের সব ধরনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। 

মানি লন্ডারিং প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোহাম্মদ নাওয়াজের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠি অনুযায়ী, মোহাম্মদ নাওয়াজের পিতার নাম মোহাম্মদ ফারুক এবং মাতার নাম সা‌নোয়ারা বানু। সূত্রাপুর থানার ওয়া‌রীর বাসার ঠিকানা এবং জাতীয় প‌রিচয়প‌ত্র ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) উল্লেখ করা হ‌য়ে‌ছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মোহাম্মদ নাওয়াজের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে চি‌ঠি‌তে।

জানা গেছে, মোহাম্মদ নাওয়াজ ২০২১ সা‌লের আগ‌স্টে এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিতে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ নাওয়াজ বাংলাদেশে ক্যারিবিয়ান রিপাবলিক অব গ্রানাডার অনারারি কনস্যুলার (প্রস্তাবিত)।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2