• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোংলা ইপিজেডের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৫০, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোংলা ইপিজেডের আগুন

দীর্ঘ ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোংলা ইপিজেডে লাগা আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি পেট্রোলিয়াম জাতীয় ধার্য পদার্থের কারণে মোংলা ইপিজেডের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিউট।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ। 

খুলনা বিভাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ

ঘটনাস্থলে পেট্রেলিয়াম জাতীয় পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে আগুন আর ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবন নেই। এছাড়া ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এনে তল্লাশি করবে ফায়ার সার্ভিস।  

এর আগে বিকেল সাড়ে ৩টায় মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ওই সময় কারখানায় কতজন শ্রমিক কাজ করছিলেন তা জানা যায়নি। এছাড়া মালিক পক্ষের কারো সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। 

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ‘ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় বিকেলের দিকে আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে কর্মরত শ্রমিকরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: